২৪ ঘণ্টায় নেটফ্লিক্সে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কোন সিনেমা দেখেছেন দর্শক
আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে এখনো শীর্ষের একটি নেটফ্লিক্স। এর আগে জানা গিয়েছিল, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে নেটফ্লিক্স। সেই হিসাবে গ্রাহকসংখ্যাও অনেক। এসব গ্রাহক নেটফ্লিক্সে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি কোন ১০টি সিনেমা দেখছেন? দেখুন ছবিতে
গত ১৯ আগস্ট মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘দোবারা’। সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। ১৫ অক্টোবর সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায়। গত ২৪ ঘণ্টায় দেশের দর্শকেরা এ সিনেমাই সবচেয়ে বেশি দেখেছেন। ছবি: সংগৃহীত
আমির খানের ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আলোচনা–সমালোচনা কম হলো না। সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর হঠাৎ পূর্বঘোষণা ছাড়াই ৫ অক্টোবর নীরবে নেটফ্লিক্সে ছবিটির প্রিমিয়ার হয়। সিনেমা হলে ফ্লপ হলেও ওটিটিতে বাজিমাত করেছে ‘লাল সিং চাড্ডা’। দেশের দর্শকেরা সিনেমাটি দেখেছেন। বর্তমানে বাংলাদেশ থেকে দেখা ২ নম্বর তালিকায় রয়েছে আমিরের ছবিটি। ছবি: সংগৃহীত
অ্যাকশন ক্রাইম, থ্রিলার ঘরানার ইংরেজি ভাষার সিনেমা ‘ব্ল্যাকআউট’। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এ সিনেমা বাংলাদেশ থেকে দেখার তালিকায় ৩ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত
রিতেশ দেশ মুখ, তামান্না ভাটিয়া অভিনীত ভারতের সিনেমা ‘প্ল্যান এ প্ল্যান বি’ দেশের দর্শকদের চতুর্থ পছন্দের তালিকায় রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায়। ছবি: সংগৃহীত
মাইক বার্কার পরিচালিত ‘লাকিয়েস্ট গার্ল অ্যালাইভ’ সিনেমাটি এক নারীর রহস্যজনক কিছু ঘটনা নিয়ে। সিনেমাটি গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ থেকে দেখার তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে। মূল চরিত্রে অভিনয় করেছেন মিলা কানিস। ছবি: সংগৃহীত
অ্যাডভেঞ্চার ও কমেডি সিনেমা ‘দ্য কার্স অব ব্রিজ হলো’ আইএমডিবিতে সিনেমাটির রেটিং কিছুটা কম থাকলেও দর্শকেরা পছন্দ করেছেন। বাংলাদেশ থেকে ২৪ ঘণ্টায় দেখার তালিকায় ৬ নম্বরে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন জেফ ওডলো। ছবি: সংগৃহীত
তামিলের সিনেমা নিয়ে দিন দিন বাংলাদেশের দর্শকদের আগ্রহ বাড়ছে। নেটফ্লিক্সেও তামিল সিনেমা দেখছেন দেশের দর্শক। জোসেফ বিজয়, পুজা হেগড়ে অভিনীত তামিল ভাষার সিনেমা ‘বিস্ট’ বাংলাদেশ থেকে দেখার তালিকায় ৭ নম্বরে রয়েছে। চলতি বছর এপ্রিলে মুক্তি পেয়েছিল ছবিটি। ছবি: সংগৃহীত
হায়দরাবাদে বিক্রম নামের এক পুলিশের গল্প। যিনি নিজের ভয়ংকর এক অতীত নিয়ে পুলিশের চাকরি করে যাচ্ছেন। অ্যাকশন, রহস্য আর অপরাধের গল্প নিয়েই ‘হিট: দ্য ফাস্ট কেস’ সিনেমা। গত ১৫ জুলাই ভারতে সিনেমাটি মুক্তি পায়। দেশ থেকে দেখা সেরা ৮ নম্বর তালিকায় রয়েছে ছবিটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। ছবি: সংগৃহীত
কয়েক মাস ধরে বক্স অফিসে দাপট দেখিয়েছে সাউথের সিনেমা ‘আরআরআর’। হাজার কোটির বেশি আয় করা এসএস রাজামৌলির সুপারহিট ছবিটি নেটফ্লিক্সে সাফল্য দেখিয়েছে। সিনেমাটি বাংলাদেশ থেকে দেখা ৯ নম্বর তালিকায় রয়েছে। ছবি: সংগৃহীত
‘এক ভিলেন রিটানস’ সিনেমাটি বাংলাদেশ থেকে দেখার তালিকায় ১০ নম্বরে রয়েছে। সিনেমা হলে মুক্তির পর পরই গত মাসে ৯ সেপ্টেম্বর নেটফিক্সে মুক্তি পায়। ছবিটিতে জন আব্রাহাম, অজুর্ন কাপুর, দিশা পাটানি প্রমুখ। ছবি: সংগৃহীত